ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শিশু ধর্ষণের দায়ে ঠান্ডু মিয়ার ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
শিশু ধর্ষণের দায়ে ঠান্ডু মিয়ার ছেলে গ্রেফতার

বেনাপোল (যশোর): বেনাপোলে ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে ইরাদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে তাকে আটক করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত ইরাদ ওই গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে।

ধর্ষণের শিকার শিশুটির মা জানান, ইরাদ এর আগে তার বড় মেয়েকেও  উত্যক্ত করতো। ঘটনার দিন দুপুরে তার ছোট মেয়েটি স্কুল থেকে বাড়ি আসার পথে তাকে ১০ টাকা দিয়ে লোভ দেখিয়ে পাশের একটি আমবাগানে নিয়ে ধর্ষণ করে ইরাদ। এ সময় তার মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইরাদ পালিয়ে যায়। পরে লোকজন তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে দিয়ে যায়।

এরপর বুধবার (১৮ জানুয়ারি) রাতে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুর মা থানায় এসে অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দিয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।