ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ৪ মণ জাটকা জব্দ, পরে এতিমখানায় বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
মাদারীপুরে ৪ মণ জাটকা জব্দ, পরে এতিমখানায় বিতরণ

মাদারীপুর: মাদারীপুরে অভিযান চালিয়ে ৪ মণ জাটকা জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ।

শুক্রবার (২০ জানুয়ারি) ভোর ৬ টার দিকে জেলার সদর উপজেলার মঠেরবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন মজুমদার। পরে জব্দকৃত জাটকা স্থানীয় ১০টি এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য কর্মকর্তা তপন মজুমদার বলেন, ইলিশ রক্ষার স্বার্থে নিষিদ্ধ জাটকা বিক্রি রোধে আমরা কঠোর অবস্থানে। গোপন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে অভিযান চালাই।  

তিনি বলেন, জাটকা বিক্রির সময় প্রায় ৪ মণ জাটকা উদ্ধার করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে যান বিক্রেতারা। পরে জব্দকৃত জাটকা ১০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আমাদের এ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।