ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পার্বত্য কাব্য আন্তর্জাতিক সাহিত্য উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
রাঙামাটিতে পার্বত্য কাব্য আন্তর্জাতিক সাহিত্য উৎসব

রাঙামাটি: রাঙামাটিতে পার্বত্য কাব্য আন্তর্জাতিক সাহিত্য উৎসব ও গুণীজন সম্মাননা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য কাব্য এর উপদেষ্টা কবি হাসান মনজু।

পার্বত্য কাব্যর সভাপতি কাছেন রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক হরি শংকর জলদাশ।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বেতার, রাঙামাটি অঞ্চলের উপ-পরিচালক মো. সেলিম, চলচিত্র অভিনেতা ও সংগঠক কবি এবি এম সোহেল রশিদ, ভারত রাষ্ট্রের পশ্চিমবঙ্গের কবি প্রবীর কুমার চৌধুরী, কবি ও ছড়াকার মো. আতিক হেলাল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- কবি, সাহিত্যিকরা আছেন বলে পৃথিবী এতো সুন্দর লাগে। তাদের লেখনী পড়ে মানুষ তার সুপ্ত চিন্তার বিকাশ ঘটায়। মানুষের ভাবনার জগত বড় হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।