ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাতে শীতার্তদের কম্বল দিল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২ এএম, জানুয়ারি ২১, ২০২৩
রাতে শীতার্তদের কম্বল দিল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

পটুয়াখালী: রাতের আঁধারে পটুয়াখালীর অলিগলিতে ঘুরে শীতার্ত ভাসমান ও নিন্ম আয়ের মানুষকে কম্বল বিতরণ করেছে পটুয়াখালী সার্ভিস অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক ভাসমান ও নিন্ম আয়ের মানুষের মাঝে সংগঠনের পক্ষে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

গত ২-৩ দিন ধরে পটুয়াখালী ও এর আশপাশের এলাকায় ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠানামা করায় দক্ষিণের জনপদে নেমে এসেছে বিপর্যয়। তীব্র শীত কাবু হচ্ছেন সাধারণ মানুষ।

অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ প্রশাসন) মোহাম্মদ মাঈনুল হাসান বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষা ও গণমানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক কাজে অংশগ্রহণ করছি। বর্তমানে পটুয়াখালী অঞ্চলে প্রচণ্ড শীত। এর মধ্যে গভীর রাতে ঘুরে শীতার্তদের কম্বল দেওয়া হচ্ছে।

পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, রাস্তায় যারা শীতে কষ্ট করছেন, তাদের পাশে আমি অথবা আমাদের সবারই দাঁড়ানো উচিৎ। ইতোমধ্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহায়তায় জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে অসহায় দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত আছে। সামনের দিনগুলোতে শীতার্তদের মাঝে উষ্ণতা বিলিয়ে দিতে আরও কাজ করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এফআর

বাংলাদেশ সময়: ১১:০২ এএম, জানুয়ারি ২১, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।