ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিসিএ ফাইনালে উত্তর আলীপুর চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
ডিসিএ ফাইনালে উত্তর আলীপুর চ্যাম্পিয়ন

ফেনী: ফেনীর দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশন (ডিসিএ) আয়োজিত আপন গোল্ড দুবাই চ্যাম্পিয়ন ট্রফি-২০২৩ এর ফাইনাল খেলায় উত্তর আলীপুর ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চট্টগ্রামের বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয় উত্তর আলীপুর ক্রীড়া সংঘ।

২০ ওভারের এই খেলায় বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব ২০ ওভারে ৭ উইকেটে ২২৯ রান করে। জবাবে উত্তর আলীপুর ক্রীড়া সংঘ ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।

খেলায় ম্যাচ সেরা হন সোহেল রানা। এছাড়া টুর্নামেন্টে সেরা বোলার পুরস্কার জিতে নেন রাজু খান এবং সেরা ব্যাটার হন ইমরান। পরে জাঁকালো আয়োজনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ।

দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশনের (ডিসিএ) সভাপতি ওমর শরীফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

ডিসিএ সহ-সভাপতি নবীউল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল হুদা সেলিম, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আপন গোল্ড দুবাইয়ের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমুখ।

টুর্নামেন্টে জেলা ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে ১৬টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসএইচডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।