ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্পেনে আটক ৫ বাংলাদেশিকে মুক্তির অনুরোধ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
স্পেনে আটক ৫ বাংলাদেশিকে মুক্তির অনুরোধ

ঢাকা: স্পেনের একটি কারাগারে আটক ৫ বাংলাদেশির মুক্তি ত্বরান্বিত করতে দেশটির সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশ। মাদ্রিদে বাংলাদেশের দূতাবাস থেকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে।

দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ গণমাধ্যমকে জানান, স্পেনের গালিসিয়া প্রদেশে আটক বাংলাদেশিদের আমরা সহায়তা দিচ্ছি। এই বিপদের সময়ে মানসিক সহায়তা দেওয়ার জন্য আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। অনেক সময়ে আমাদের লোক গিয়ে তাদের বাংলাদেশি খাবারও পৌঁছে দিয়ে আসছে। তাদের আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য যা করা দরকার, সেটি করছি।

উল্লেখ্য, আটক ৫ বাংলাদেশি পানামার একটি জাহাজে নাবিক হিসেবে কর্মরত ছিলেন। ওই জাহাজটি গত বছরের মাঝামাঝি স্পেনে নোঙর করাকালে মাদক পণ্য পাওয়া যায়। তখন সন্দেহভাজন হিসেবে এই ৫ জনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।