ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় উদ্ধার প্রতিবন্ধী কিশোর রাতুলের বাড়ি কুমিল্লায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
মালয়েশিয়ায় উদ্ধার প্রতিবন্ধী কিশোর রাতুলের বাড়ি কুমিল্লায়

কুমিল্লা: খালি কনটেইনারে মালয়েশিয়ার কেলাং বন্দরে উদ্ধার হওয়া কিশোরের পরিচয় পাওয়া গেছে। ওই কিশোরের নাম রাতুল ইসলাম ফাহিম (১৪)।

সে মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছে তার পরিবার।  

রাতুলের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া গ্রামে। তার বাবার নাম ফারুক মিয়া, পেশায় তিনি দিন মজুর। ফারুকের ৩ ছেলে। রাতুল সবার বড়।

জানা গেছে, প্রতিবন্ধী রাতুল দুই মাস পাঁচ দিন আগে বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। তখন স্থানীয় ইউপি সদস্য শহীদুল্লাহর সহায়তায় থানায় জিডি করে তার পরিবার। মধ্যে বহু জায়গায় তার খোঁজ করা হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না।

ইউপি সদস্য মো. শহীদুল্লাহ বলেন, তার বাবা ফারুক ছেলে হারিয়ে যাওয়ার ঘটনাটি আমাকে জানায়। এরপর থানায় জিডি করেও তার খোঁজখবর পাইনি।  রাতুল মানসিক প্রতিবন্ধী। স্থানীয় শান্তিরবাজারে সে মানুষের কাছ থেকে টাকাপয়সা খুঁজে নিতো। শুক্রবার বিকেলে খবর আসে তাকে মালয়েশিয়ায় পাওয়া গেছে। শান্তির বাজার থেকে সে নিখোঁজ হয়। তারপর কীভাবে চট্টগ্রাম যায় এবং সেখান থেকে কনটেইনারে করে মালয়েশিয়া, সেটা বুঝতে পারছি না।

রাতুলের চাচা আজগর আলী বলেন, রাতুল নিখোঁজ হওয়ার পর তাকে নানাভাবে খোঁজাখুঁজি করি। কিন্তু তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্থানীয় মেম্বারকে জানিয়ে জিডি করি। এছাড়া নিজেরাও সাধ্যমতো প্রতিদিন খোঁজাখুঁজি করি। শুক্রবার বিকেলে ওর বাবাসহ জমিতে কাজ করছিলাম। এরপর আমাদের এক আত্মীয় ফোন করে জানায়, রাতুলকে পাওয়া গেছে। তবে বাংলাদেশে নয়, মালয়েশিয়ায়। তারপর দৌড়ে গিয়ে ছবির সঙ্গে মিলাই।

ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহয়তা নিয়ে আমরা ছেলেটিকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিচ্ছি।

মনোরহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম কমল বলেন, আমরা বিষয়টি জেনেছি। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করব।

চট্টগ্রাম বন্দর থেকে ১২ জানুয়ারি ছেড়ে যাওয়া ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনারে আটকা পড়ে রাতুল। মঙ্গলবার (১৬ জানুয়ারি) মালয়েশিয়ার কেলাং বন্দরে জাহাজের একটি খালি কনটেইনারের ভেতর থেকে শব্দ শুনতে পান নাবিকরা। এরপরই কেলাং বন্দরকে জানানো হয়। পরদিন বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে এনে কনটেইনার খুলে বাক প্রতিবন্ধী কিশোর রাতুলকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।