ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ইটবোঝাই ট্রলি থেকে পড়ে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
সুনামগঞ্জে ইটবোঝাই ট্রলি থেকে পড়ে শিশুর মৃত্যু 

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইটবোঝাই ট্রলি থেকে পড়ে এক সায়েম (৮) নামে এক  শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২১জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মার্কুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সায়েম উপজেলার মার্কুলী গ্রামের সিজিল মিয়ার ছেলে।

নিহতর পরিবার ও পলিশ সূত্রে জানা যায়, নিহত শিশুর আত্মীয় একারুল আমীনের ইটবোঝাই ট্রলির উপরে ওঠে আসছিলো সায়েম। হঠাৎ ট্রলির ঝাঁকুনিতে ট্রলি থেকে পড়ে গুরুতর আহত হয়। তারপর আহত সায়েমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।