ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুর সীমান্তে অস্ত্র জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
দৌলতপুর সীমান্তে অস্ত্র জব্দ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে চোরাচালনকৃত একটি আগ্নেয় অস্ত্র (লং ওয়ান শুটারগান) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যার ৭টার দিকে বিজিবি কুষ্টিয়া সেক্টর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মহিষকুন্ডি বিওপির সুবেদার মো. আমজাদ হোসেনের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় দৌলতপুর সীমান্ত পিলার ১৫৩/৮ -এস থেকে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহিষকুন্ডি ডাক্তারের মোড়ে বাঁশঝাড় থেকে মালিকবিহীন অবস্থায় একটি লং ওয়ান শুটারগান জব্দ করা হয়। পরে শনিবার দৌলতপুর থানায় একটি মামলা দায়েরপূর্বক (মামলা নং-১০৯৮) জব্দকৃত অস্ত্র থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।