ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

আজ সারাদিন চলবে মেট্রোরেল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আজ সারাদিন চলবে মেট্রোরেল

ঢাকা: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব উপলক্ষে ২২ জানুয়ারি মেট্রোরেলের চলাচলের সময় বৃদ্ধি করা হয়েছে। রোববার সারা দিন চলবে মেট্রোরেল।

আজ ২২ জানুয়ারি পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে মেট্রোরেল।

ইজতেমার কারণে অতিরিক্ত যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ব ইজতেমার ২য় পর্বের শেষ দিন আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলবে।  

যাত্রী সাধারণের চলাচল ব্যবস্থাপনার সুবিধার্থে এদিন  বিকাল ৩ টা হতে রাত ৯ টা  পর্যন্ত স্টেশন দু'টিতে এমজারটি পাস বিক্রয় বন্ধ থাকবে বলেও জানানো হয়।

মেট্রোরেল গত ডিসেম্বরে যাত্রা শুরুর পর আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত দিনের এক বেলা চলাচল করছে।  

তবে ইজতেমার কারণে এখন দুই বেলায়ই চলছে। আজ দিয়াবাড়ি নেমে যারা তুরাগ তীরে ইজতেমা মাঠে যেতে চাইবেন, তারা উত্তরার হাউজ বিল্ডিং পর্যন্ত শাটল বাস ব্যবহার করতে পারবেন। আবার দুপুরে আখেরি মোনাজাত শেষে ইজতেমায় অংশগ্রহণকারীরা বিকাল পর্যন্ত মেট্রোরেলে আগারগাঁও ফিরতে পারবেন। এই পথে যাতায়াতে ভাড়া গুণতে হবে ৬০ টাকা।

বাংলাদেশ সময়: ১১০৫, ২২ জানুয়ারি, ২০২৩
এনবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।