ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গলায় ফাঁস সৌদি প্রবাসীর, পাল্টাপাল্টি অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
গলায় ফাঁস সৌদি প্রবাসীর, পাল্টাপাল্টি অভিযোগ

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা পৌরসভায় মো. হানিফ শাহ নামে সৌদি প্রবাসী যুবকের (৩৫)  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে জাজিরার ৫ নং ওয়ার্ডের ফকির মাহমুদ আকন কান্দী গ্রামে নিজ ঘরে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় হানিফ শাহকে।

 

রোববার (২৩ জানুয়ারি) রাতে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, হানিফ শাহ জাজির পৌরসভার ফকির মাহমুদ আকন কান্দি গ্রামের নয়ন শাহর মেজো ছেলে। তার ৮ বছর বয়সী এক ছেলে রয়েছে। তিন মাস আগে দেশে ফেরেন তিনি।  

স্থানীয়দের ধারণা, পারিবারিক দ্বন্দ্বের জেরে আত্মহত্যা করেছেন হানিফ শাহ।  

তারা জানান, হানিফের স্ত্রী সুমি আক্তারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ ঝগড়া চলছে তার চার বোনের। তাদের এই দ্বন্দ্ব থামাতে না পেরে  মানসিকভাবে ভেঙে পরেন হানিফ শাহ। জেদের বসে পরে আত্মহত্যা করেছেন তিনি।  

হানিফ শাহর মৃত্যু নিয়ে তার স্ত্রী সুমি আক্তার ও মা-বোনেরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন।

সুমি আক্তার বলেন, স্বামী প্রবাস থাকাকালীন সময়ে আমাকে আমার শাশুড়ি ও ননদেরা মারধর করতেন। দেশে আসার পর থেকেই তারা বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিত যে, আমাকে তারা বিধবা বানাবে বা আমি তার ভাইয়ের সংসার করতে পারব না। রোববার সকালে আমি বাবার বাসায় আসি। এরপর ফোনে খবর পাই, রুমের ভেতর ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন আমার স্বামী। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।  

অন্যদিকে নিহত হানিফ শাহ’র মা ও বোনদের দাবি,  তারা নন, পুত্রবধূই নানাভাবে অত্যাচার করতেন তাদের। ওই অত্যাচার সহ্য করতে না পেরেই হানিফ আত্মহত্যা করেছে।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানে হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।