ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে চলছে দুই দিনের বিজ্ঞান অলিম্পিয়াড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
ফরিদপুরে চলছে দুই দিনের বিজ্ঞান অলিম্পিয়াড

ফরিদপুর: ফরিদপুরের দুই দিনের বিজ্ঞান অলিম্পিয়াড চলছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে বিজ্ঞান অলিম্পিয়াড ও প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) লিটন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

এ আয়োজনে ২০টি স্টলের পাঁচটিতে কলেজ ও ১৫টিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকল্প উপস্থাপনে এবং ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেয়। মঙ্গলবার (২৪ জানুয়ারি) পুরস্কার বিতরণীর মাধ্যমে এ আয়োজনের পরিসমাপ্তি ঘটবে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।