ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনা শিল্পকলা একাডেমির নির্বাচন স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
বরগুনা শিল্পকলা একাডেমির নির্বাচন স্থগিত

বরগুনা: বরগুনা জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচনটি স্থগিত করা হয়েছে।

আগামী ৩১ জানুয়ারি মঙ্গলবার এ নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।

বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয় যে, বরগুনা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি নির্বাচন- ২০২৩ উপলক্ষে দেওয়া ভোটার তালিকা অস্বচ্ছ। এ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এমতাবস্থায়, নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। ০৫.১০.০৪০০, ১১২, ২৬.০০২, ১৯-০২ নম্বর স্মারকের তফসিলে ঘোষিত বরগুনা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মুনিরের অপসারণ, নতুন ভোটার করার দাবি এবং বর্তমান নির্বাচন স্থগিতের আহবান জানিয়ে সাংস্কৃতিক কর্মীদের এক অংশ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন>>> বরগুনা শিল্পকলা সাধারণ সম্পাদক অপসারণের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।