ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ে পুকুরে ডুবে মাজেদুল ইসলাম ওরফে মুজাহিদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত মুজাহিদ ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাবা মনিরুল ইসলাম কৃষি কাজের জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন। এ সময় বাবার পিছু নেয় মুজাহিদ। ফিরেও আসে বাড়িতে, কিন্তু এর কিছুক্ষণ পর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবা বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে থাকা পুকুরে মুজাহিদকে ভাসতে দেখেন। দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুজাহিদকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড়ের হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।