ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড় ভাইকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরা হলো না শাকিলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
বড় ভাইকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরা হলো না শাকিলের

নেত্রকোনা: নেত্রকোনা সদরের ছোট বাজারে সড়ক দুর্ঘটনায় শাকিল আহমেদ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে জেলা শহরের ছোট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল নেত্রকোনা সদর উপজেলার সিংহেরবাংলা গ্রামের আবেদ হাসানের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজছাত্র শাকিল আহমেদ ও তার বড় ভাই মেজর সোহাগ আহমেদ সোমবার সকাল ৬টার দিকে মোটরসাইকেলে করে পারলা বাসস্ট্যান্ডে যান। এরপর বড় ভাইকে বাসে তুলে দিয়ে শাকিল আবার মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় জেলা শহরের ছোট বাজার এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

পরে তাকে গুরুতর অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় বাস বা চালক কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।