ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ যাত্রাবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
দক্ষিণ যাত্রাবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ঢাকা: রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী বড়বাজার কাঁচামাল আড়তে ছুরিকাঘাতে ইমরান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শাহাদাত (২০) ও সিদ্দিক (২৫) নামে দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে দক্ষিণ যাত্রাবাড়ী বড় বাজার কাঁচামাল আড়তে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সময় আড়তে ইমরানসহ তিনজন লাইনম্যানের ডিউটিতে ছিলেন। সেখানে ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎ তাদের ওপরে হামলা করে বেশ কয়েকজন দুর্বৃত্ত। এতে তিনজনই ছুরিকাঘাতে আহত হন। পরে মাসুদ রানা নামে এক যুবকসহ কয়েকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১২টার দিকে ইমরানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাসুদ রানা জানান, তারা তিনজনই বড়বাজার কাঁচামালের আড়তের লাইনম্যান হিসেবে কাজ করেন। তাদের কে-বা কারা ছুরিকাঘাতে করেছেন সেটা এখনো জানা যায়নি। আহতদের মধ্যে ইমরান হাসপাতালে মারা যান। বাকি আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা আশঙ্কা মুক্ত।

এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, বড়বাজার কাঁচামালের আড়তে দুই পক্ষের মারামারিতে ইমরান নামে একজন মারা গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে সিটি করপোরেশন থেকে ইজারা পাওয়া ও না পাওয়ার কারণে দুই পক্ষের মারামারিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনারস্থলে পুলিশ রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।