ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে নেশাজাতীয় ইনজেকশনসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
গোবিন্দগঞ্জে নেশাজাতীয় ইনজেকশনসহ দম্পতি আটক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে যাত্রীবাহী একটি বাস থেকে নেশাজাতীয় দেড় হাজার ইনজেকশনসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে শহররের পান্থাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সুমন মিয়া (২৮) ও স্ত্রী আখি বেগম (২১)।  

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্য পেয়ে বিকেলে পান্থাপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকামুখী একটি বাস থেকে নেশাজাতীয় ইনজেকশনের দেড় হাজার ‘বুপ্রেনরফিন’ অ্যাম্পুলসহ ওই দম্পতিকে আটক করা হয়। এ ঘটনায় আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।