ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সহকর্মীকে ট্রেনে তুলে দেওয়া হলো না আনসার সদস্যের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
সহকর্মীকে ট্রেনে তুলে দেওয়া হলো না আনসার সদস্যের

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আফছার উদ্দিন (৩৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  
নিহত আফছার উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামের সালাহ উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আফছার উদ্দিন চট্টগ্রামে সাধারণ আনসার সদস্য পদে চাকুরী করতেন। রাতে সহকর্মী নাজিম উদ্দিনকে চট্টগ্রামের ট্রেনে তুলে দেওয়ার জন্য ফুলপুর থেকে মাধবপুরের নোয়াপাড়া স্টেশনে আসছিলেন।

মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় আসার পর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুইজনই ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আফচরের মৃত্যু হয়। আহত অবস্থায় নাজিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।