ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীতে বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
গাংনীতে বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার

মেহেরপুর: গাংনী থানা পুলিশের ২৪ ঘণ্টার পৃথক অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর রাত পর্যন্ত গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় গাংনী থানা পুলিশ এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, আদালতের পরোয়ানাভূক্ত জিআর ১৪০/২২ নম্বর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাংনী উপজেলার কসবা গ্রামের ইমরান মোল্লার ছেলে হাসিবুল ইসলাম, জিআর ৩০৭/২১ মামলার পলাতক আসামি পিরতলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. শহিদুল ইমরান তার ভাই জিআর ২৭/১৪ নম্বর মামলার আসামি সাইদুর রহমান সাধু, গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি মামলা নম্বর ৩৯(১)২৩ এর এজাহার নামীয় আসামি মৃত তাহাজ উদ্দিনের ছেলে ইয়ামিন ওরফে জালিম (৪৫), মৃত জনাব আলী শেখের ছেলে ইকতার আলী (৬৫) তার ছেলে মতিয়ার রহমান (৪৭), মামলা নম্বর ৩৮(১)২৩ নম্বর মামলার আসামি বামন্দী ইউনিয়নের ভোলার দাইড় গ্রামের মৃত কামাল মণ্ডলের ছেলে আব্দুল বাকী (৫০), মামলা নম্বর ৩৭(১)২৩ নম্বর মামলার আসামি বাওট গ্রামের মৃত হরিদাসের ছেলে শ্রী মিঠুন কুমার দাশ (২৪), ছাতিয়ান শেখপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে মো: মাফিক হোসেন (২৫)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) ও তাদের সঙ্গীয় ফোর্সসহ একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সব পলাতক আসামিদের গ্রেফতার করেন।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, আদালতের পরোয়ানা পেয়ে পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে এ সব আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।