ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

১২ কেজি হরিণের মাংসসহ চার শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
১২ কেজি হরিণের মাংসসহ চার শিকারি আটক

সাতক্ষীরা: সুন্দরবনের খুলনা রেঞ্জ থেকে ১২ কেজি হরিণের মাংসসহ ৪ জনকে আটক করেছে বনবিভাগ।
শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা দেড়টায় বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের টহল দলের সদস্যরা সুন্দরবনের বঙ্গবন্ধুর চর নামক জায়গা থেকে হরিণের মাংস বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করে।

আটকরা হলেন- সজীব মিয়া (৩৫), নওশের আলী (৩২), ইদ্রিস আলী (৪০) ও নূর আলী (৩৮)। তারা সবাই খুলনার বাসিন্দা।

সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম জানান, বঙ্গবন্ধুর চর এলাকায় নৌকায় হরিণের মাংস বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বনবিভাগের সদস্যরা ৫ কেজি কাঁচা হরিণের মাংস ও ৭ কেজি রান্না করা হরিণের মাংসসহ হাতেনাতে চার জনকে আটক করে। তাদেরকে তাৎক্ষণিকভাবে খুলনা রেঞ্জের ভোমরখালী টহল ফাঁড়িতে পাঠানো হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, ঘটনাস্থলটি খুলনা রেঞ্জের ভেতরে হওয়ায় জব্দকৃত মাংস ও আটক ৪ চোরা শিকারিকে বনবিভাগের খুলনা রেঞ্জে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।