ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা

ফরিদপুর: জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরে এক প্রবাসীর স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটেছে।  

শনিবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী নারীর নাম নাজমা বেগম। তিনি ওই এলাকার মরিশাসে থাকা রবিউল ইসলাম আদুর স্ত্রী।  

আহত নাজমা বেগম বলেন, শনিবার বিকেল চারটার দিকে আমার রান্নাঘরের বেড়ার কাজ করছিলাম। এ সময়‌ এলাকার প্রভাবশালী আকাশ শেখ তার মেয়ের জামাই ইলিয়াস ও তার ছেলে আকাশ শেখ তিনজনে মিলে আমার কাজ বাধা দেয়। জমির কাজ বাধা দেওয়া ছাড়াও তারা তিনজন আমার ও আমার মেয়ের ওপর হামলা করে। এ সময় তারা লাঠিসোঁটা দিয়ে আমাদের আঘাত করে। ‌

তিনি আরও বলেন, পরে স্থানীয়রা এসে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।  

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।