ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

চুরি হওয়া ১৫ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, জানুয়ারি ২৯, ২০২৩
চুরি হওয়া ১৫ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

খুলনা: খুলনায় বিভিন্ন সময় চুরি হওয়া ১৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে খুলনা জেলা পুলিশ।  

রোববার (২৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এসব ফোন মালিকের কাছে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগীরা মোবাইল ফোন ফিরে পাওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বলেন, খুলনা জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিগত সহায়তায় দিঘলিয়া, ডুমুরিয়া, পাইকগাছা, রূপসা, দাকোপ ও তেরখাদা থানা এলাকা থেকে চুরি হওয়া মোট ১৫টি মোবাইল উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরদের আইনের আওতায় নিয়ে আসা হবে।  

মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে কল করলে তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে আহ্বান জানান পুলিশের এ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর যে কোন বিষয়ে পোস্ট করা বা কোন পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার পূর্বে ভালোভাবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিতে পরামর্শ দেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯ , ২০২৩
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।