ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ১১ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, জানুয়ারি ২৯, ২০২৩
চাঁদপুরে ১১ মণ জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনাপাড়ের বহরিয়া মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকা থেকে ১১ মণ (৪৪০ কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (২৯ জানুয়ারি) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বাংলানিউজকে বলেন, গোপন তথ্য পেয়ে রোববার সন্ধ্যার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে বহরিয়া মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৪৪০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয়।  

অভিযানকালে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।