ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
বাঞ্ছারামপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা  প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিপক্ষের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন অলি মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বলে জানা গেছে।

 

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে ওই ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত অলি একই গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে।  

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, তাতুয়াকান্দি গ্রামের অলি মিয়া ও ইকবালের মধ্যে আগের সংঘর্ষের ঘটনায় মামলা-মোকাদ্দমা চলছিল। এরই জের ধরে ইকবালের লোকজন অলিকে গ্রামের সড়কে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও টেঁটা দিয়ে আঘাত করে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।