ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ডাকাত সর্দার শাহজাহান অস্ত্রসহ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
ফেনীতে ডাকাত সর্দার শাহজাহান অস্ত্রসহ আটক আটক ডাকাত সর্দার শাহজাহান

ফেনী: ফেনীর সোনাহাজীর কুখ্যাত ডাকাত সর্দার মো. শাহাদাত হোসেন (৩০) ওরফে শাহজাহান ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।  

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ মোহাম্মদ শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা।

এ সময় তিনি জানান, রোববার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রামের জোরারগঞ্জের দূর্ঘাপুর ইউপির পান্ডা পুকুর পাড় থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।  

জিজ্ঞাসাবাদে শাহজাহানের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাগাজীর সমপুরে অভিযান চালিয়ে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, তার নামে ফেনী ও সোনাগাজী থানায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আটক শাহজাহান ফেনীর সোনাগাজী উপজেলার সমপুরের মনোয়ারী আলী সওদাগর বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।