ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পুত্রবধূর ওপর অভিমান করে শাশুড়ির বিষপান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
পুত্রবধূর ওপর অভিমান করে শাশুড়ির বিষপান প্রতীকী ছবি

মেহেরপুর: মাছ কাটাকে কেন্দ্র করে পুত্রবধূর সঙ্গে বিবাদের জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন শিউলি খাতুন (৫০) নামে এক নারী।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় এ ঘটনা ঘটে।

শিউলি গাংনী উপজেলার এলাঙ্গী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে রাইপুর ইউনিয়নের এলাঙ্গী গ্রামের সাবেক মেম্বর আব্দুল জাব্বার বলেন, বিকেলের দিকে শিউলি খাতুন ও তার পুত্রবধূ (সিঙ্গাপুর প্রবাসি সোহান হোসেনের স্ত্রী) অনামিকার মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় শিউলি অভিমান করে ঘরে থাকা বিষ পান করেন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত উপ-সহাকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সোহাগ আহম্মেদ বলেন, বর্তমানে শিউলির অবস্থা আশংকামুক্ত। হাসপাতালে ভর্তি রাখা হয়েছে তাকে। চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।