ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ঋণের চাপে গলায় ফাঁস ব্যবসায়ীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
বকশীগঞ্জে ঋণের চাপে গলায় ফাঁস ব্যবসায়ীর -প্রতীকী ছবি

জামালপুর: ঋণের চাপ সইতে না পেরে জামালপুরের বকশীগঞ্জে আবু সাঈদ (৬৫) নামে ধান ব্যবসায়ী গলায় ফাঁস দিয়েছেন। স্ট্যান্ডার্ড বাংকের বকশীগঞ্জ শাখায় প্রায় কোটি টাকা ঋণ ছিল তার।

সোমবার বিকাল ৩টায় পৌর শহরের চরকাউরিয়া সীমার গ্রামে নিজের পরিত্যক্ত গোঁয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, আবু সাঈদ ধান, চাল, সরিষাসহ মৌসুমী ব্যবসা করতেন। করোনা ও পরবর্তীতে ব্যাবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সোমবার দুপুরে বাড়ির পাশে নিজের একটি পরিত্যক্ত গোঁয়াল ঘরের ধর্নার সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রাথমিকভাবে আত্মহত্যা প্রমাণ হওয়ায় পরিবারের কাছে হস্তন্তর করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পারিবারিকভাবে অভিযোগ না থাকায় আবু সাইদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।