ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
ফরিদপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ 

ফরিদপুর: মোটরসাইকেল কিনতে বাঁধা দেওয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিন মোল্লার বিরুদ্ধে।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিহত শিমলা উপজেলার বড়হামিরদী গ্রামের আনোয়ার মাতুব্বরের মেয়ে। স্বামী শাহিন মোল্লার বাড়ি ভাঙ্গা পৌর সদরের চন্ডীদাসদি গ্রামে।

এর আগে সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার পৌর সদর চন্ডীদাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিমলার খালা ফাহিমা বেগম বলেন, শিমলা ও তার এক প্রতিবন্ধী ভাইকে রেখে দ্বিতীয় বিবাহ করে ঢাকায় চলে যায় তার মা। অভাবের সংসার ওর মা (বিউটি বেগম) সংসার ও ভবিষ্যতের কথা চিন্তা করে ওদেরকে আমার কাছে রেখে সৌদি আরব চলে যায়। আমি তাদের লালন পালন করে দুই বছর আগে বিবাহ দেই। ওদের সংসারে এক বছরের একটি মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, মাঝে মাঝে শিমলার মা সৌদি থেকে শাহিন মোল্লার কাছে টাকা পাঠাতো। ওই টাকা দিয়ে শাহীন মোটরসাইকেল কিনতে চায়। এতে শিমলা বাঁধা দিলে তাকে মারধর করে। এ ঘটনার জের ধরে সোমবার রাতে শাহীন ও তার পরিবারের লোকজন মিলে শিমলাকে হত্যা করে।

এ ঘটনায় পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম জানান, রাত দেড়টার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমলার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।