ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
রংপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুর মৃত্যু  প্রতীকী ছবি

রংপুর: রংপুর নগরীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নামিরা আমিন মাইরা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে রংপুর মহানগরীর ক্যান্টনমেন্ট চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নামিরা আমিন মাইরা (৪) নগরীর আরকে রোড ধাপ ইসলামবাগ এলাকার রাসেল আহমেদ ও মনিরা খাতুন দম্পতির সন্তান। সে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্লে শ্রেণিতে (ইংলিশ ভার্সন) অধ্যায়ণরত ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ক্যান্টনমেন্ট চেকপোস্ট মোড়ে মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল মাইরা। এ সময় বেপরোয়া গতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।