ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু  প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলীবক্স সরদার (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আটুলিয়া ইউনিয়নের চুনার ব্রিজ গুচ্ছগ্রাম এলাকার একটি মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।

 

নিহত আলীবক্স সরদার একই এলাকার শমসের সরদারের ছেলে।  

আটুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সালেহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, স্থানীয় একটি ঘেরে মোটরের মাধ্যমে পানি অপসারণ করে মাছ ধরছিলেন আলীবক্স সরদার। এ সময় অসাবধনতাবশত মোটরের সঙ্গে সংযুক্ত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।