ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫ কেজি গাঁজাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
৫ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশাল: বরিশাল নগরের কাউনিয়ায় অভিযান চালিয়ে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ যুবককে আটক করেছে থানা পুলিশ।

আটক মো. রিপন খান (২৫) পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার এলাকার বাসিন্দা জাকির খানের ছেলে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন
পুলিশের এস আই তানজিল আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি টিম নগরের ৪ নম্বর ওয়ার্ডের আল মাদানী সড়ক সংলগ্ন এলাকায় অভিযান চালায়। জব্দ গাঁজাগুলো বহন করে নিয়ে যাওয়ার সময় রিপনকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।