ঢাকা: ২৭ লাখ টাকা সমমূল্যের জাল নোট, জাল ভারতীয় রুপি, জাল আমেরিকান ডলারসহ চার জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি তেজগাঁও বিভাগ।
তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, ২৭ লাখ টাকা সমমূল্যের জাল টাকা, জাল ভারতীয় রুপি, জাল আমেরিকান ডলার ও ১ কোটি ২০ লাখ টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প এবং জাল মুদ্রা তৈরির বিপুল সরঞ্জামাদিসহ ৪ প্রতারককে আটক করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
পিএম/জেডএ
বাংলাদেশ সময়: ১০:২৪ এএম, ফেব্রুয়ারি ৪, ২০২৩ /