ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা ধর্ষণ মামলার আসামি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা ধর্ষণ মামলার আসামি

ঢাকা: নগদ ৮৯০ টাকা নিয়ে বিদেশে পালাচ্ছিলেন ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তবে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে র‌্যাবের হাতে ধরা পড়েন তিনি।

 

এ আসামির নাম মো. রনি হোসেন (৩৫)। তিনি জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার ধনমণ্ডি এলাকার নুরুল ইসলাম মণ্ডলের ছেলে।  

আটকের সময়ে তার কাছ থেকে ১টি পাসপোর্ট, ১টি বিমানের টিকেট, ১টি মোবাইল ফোন, ১টি সীম কার্ড এবং নগদ ৮৯০ টাকা জব্দ করে র‌্যাব সদস্যরা।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে এ ধর্ষককে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা।  

বাংলানিউজকে তিনি বলেন, আমরা জানিতে পারি যে, জয়পুরহাট জেলার সদর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে  ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রনি হোসেনকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।