ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল চালকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. মাসুদ (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের জোড়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাসুদ জেলার চাটখিল উপজেলার পশ্চিম সুন্দরপুর গ্রামের আন্দালী বাড়ির টিটু মিয়ার ছেলে। তিনই পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ব্যবসার কাজে চাটখিল বাজার থেকে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর আমিশাপাড়া যাচ্ছিলেন মাসুদ। যাত্রা পথে জোড়া পোল এলাকায় পৌঁছালে সড়কের স্পিডব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমূহনী প্রাইম হসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।