ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে প্রবাসী যুবক কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে প্রবাসী যুবক কারাগারে

জয়পুরহাট: জয়পুরহাটে ভুয়া কাবিননামা তৈরি করে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে রনি হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।

রনি জয়পুরহাট পৌর শহরের ধানমন্ডি এলাকার নুরুল ইসলাম মণ্ডলের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, প্রায় দুই বছর আগে কাতারে থাকার সময় ভুক্তভোগী এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রনির। পরে রনি দেশে ফিরে একটি ভুয়া কাবিননামা তৈরি করে ওই তরুণীকে একটি বাড়িতে রেখে একাধিকবার ধর্ষণ করে।

এরপর মেয়েটি সদর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত কাতারে পালানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও ইমিগ্রেশনের সহায়তায় তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।