ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে যন্ত্রাংশচাপায় শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
না.গঞ্জে যন্ত্রাংশচাপায় শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রের ভারী যন্ত্রাংশ স্থানান্তরের সময় চাপা পড়ে জহিরুল ইসলাম রনি (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর খানপুর সড়কের খানপুর ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে (গ্রিড দক্ষিণ-১) এ ঘটনা ঘটে।

তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) খানপুর উপকেন্দ্র কর্তৃপক্ষ।

শ্রমিক মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শাহাদাৎ হোসেন।

জহিরুল জামালপুরের ইসলামপুর থানার পোস্তগোলা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

ঘটনার সময় জহিরুলের সঙ্গে কর্মরত আরেক শ্রমিক হায়দার আলী জানান, সকাল থেকে বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরে বেশ কিছু ভারী যন্ত্রাংশ স্থানান্তরের কাজ করছিলাম। এ সময় একটি মেশিন (সার্কিট) সরানোর সময় সেটি তার ওপর পড়ে। এ সময় আশপাশের শ্রমিকদের সহায়তায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, জহিরুলকে হাসপাতালে আনার পর দেখা যায় তার শ্বাসক্রিয়া বন্ধ ছিল। এছাড়া তার রক্তচাপ পাওয়া যায়নি। তিনি বুক ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।