ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন আদালতের রায়: প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইন বিক্রির মামলায় খবির উদ্দিন (৪৩) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ডের আদেশ দেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামিকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের মৃত আলীম উদ্দিন মণ্ডলের ছেলে খবির উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ নভেম্বর কুষ্টিয়া র‌্যাব-১২ দৌলতপুর উপজেলা মাদক বিরোধী অভিযান পরিচালনা সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কান্দিরপাড়া এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। এরই প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তির নামে দৌলতপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শকিকুল ইসলাম মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ নভেম্বর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।