ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

থানচিতে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের পাল্টাপাল্টি গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
থানচিতে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের পাল্টাপাল্টি গুলি রেমাক্রি ব্রিজের ফাইল ফটো

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজের কাছে র‌্যাবের সঙ্গে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের গুলিবিনিময় চলছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে রেমাক্রিতে অভিযান শুরু করলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের সদস্যরা।

এসময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের গুলি মধ্যে বিনিময়ের ঘটনা ঘটে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, রেমাক্রি ব্রিজের কাছে ভোর থেকে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলিবিনিময় চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
পিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।