ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুরস্কে ভূমিকম্পে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
তুরস্কে ভূমিকম্পে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ

ঢাকা: তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।  

তুরস্কের খাহরামানমারাস প্রদেশের আজাজ শহরে মো. রিংকু নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

সেখানকার একটি ভবনে বাংলাদেশি শিক্ষার্থী নূরে আলম ও মো. রিংকু থাকতেন। তাদের ভবনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ভবন থেকে নূরে আলম বের হতে পারলেও রিংকুর কোনো খোঁজ নেই। ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে ভয়াবহ ভূমিকম্পে প্রায় চার হাজার লোক মারা গেছেন। এখনো  উদ্ধার অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
টিআর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।