ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে বাসের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
পাটগ্রামে বাসের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় যাত্রীবাহি বাসের ধাক্কায় আহত শিশু সাদের (৪) মৃত্যু হয়েছে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই দিন বিকেলে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাটগ্রামের জুমারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের কৃষক সাইদ আলম শিমুলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পিংকি পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস পাটগ্রামের জুমাপাড় এলাকায় পৌঁছলে সাদ দৌঁড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। আর তাকে রক্ষার চেষ্টা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গুদামে ঢুকে পড়ে।

স্থানীয়রা আহত শিশু সাদকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।