ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মেট্রোরেলের এমআরটি পাস দিয়ে চলা যাবে নগর পরিবহনেও

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
মেট্রোরেলের এমআরটি পাস দিয়ে চলা যাবে নগর পরিবহনেও বাস রুট রেশনালাইজেশনের সভা শেষে সংবাদ সম্মেলন । ছবি: ডিএইচ বাদল

ঢাকা: মেট্রোরেলের এমআরটি পাস দিয়েই ঢাকা নগর পরিবহনের বাসগুলোতেও চলাচল করা যাবে। এর ফলে কমবে জনভোগান্তি, শৃঙ্খলা আসবে গণপরিবহনে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশনের সভা শেষে সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ২০২১ সালের ২৬ ডিসেম্বর আজ পর্যন্ত ৭ কোটি টাকার বেশি আয় করেছে নগর পরিবহন। দৈনন্দিন ৩০ হাজার যাত্রী নগর পরিবহনে চলাচল করেন। মাত্র তিনটি যাত্রাপথে এই আয় হচ্ছে, যাত্রাপথ বাড়লে আয় আরও বাড়বে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।