ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগতির মেঘনায় নিষিদ্ধ জাল জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
রামগতির মেঘনায় নিষিদ্ধ জাল জব্দ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। এ সময় ৩৫টি মশারি বেহুন্দী জাল, ৮টি টং জাল জব্দ করা হয়।

পরে মৎস্য কর্মকর্তার নির্দেশে প্রায় দেড় লাখ টাকা মূল্যের জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মেঘনা নদীর আলেকজান্ডার থেকে টাংকি ঘাট এলাকা পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।  

রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বাংলানিউজকে বলেন, নদীতে কম্বিং অপারেশনের অংশ হিসেবে মেঘনায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য প্রশাসনের উদ্যোগে অভিযান চালানো হয়। পরে জব্দকৃত জালগুলো রামগতি বেড়িবাঁধের ওপর পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।