গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে শিক্ষাসফরের বাস দুর্ঘটনায় স্কুল পরিচালনা কমিটির সদস্য বিদ্যুৎ বিশ্বাস (৫০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতের তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গ্রামে।
কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনটি গাড়িতে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষাসফরে আসে। সেখান থেকে ফেরার পথে বরাশুর নামক স্থানে তাদের বহনকারী একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিদ্যুৎসহ ৩৬ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যার হাসপাতালে নিলে চিকিৎসকেরা বিদ্যুৎ বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ৮০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসআই