ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়ের সমস্যা নিরসনে হেডম্যানরা ভূমিকা রাখছে: পার্বত্যমন্ত্রী  

ডিস্ট্রিক্টট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
পাহাড়ের সমস্যা নিরসনে হেডম্যানরা ভূমিকা রাখছে: পার্বত্যমন্ত্রী  

বান্দরবান: পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, সামজিক দায়-দায়িত্ব পালন, রীতি-নীতিসহ সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে হেডম্যানরা (মৌজা প্রধান) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।  

তিনি বলেন, গ্রামীণ এবং পারিবারিক ছোট ছোট সমস্যা হেডম্যানরা সামাজিকভাবে সমাধান করে বলেই পাহাড়ের বিচার বিভাগের উপর থেকে মামলার চাপ অনেকটা কমে এসেছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার ক্রাংউ আমতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩২৪নং চেমী মৌজার হেডম্যানের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।  

তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড়ের জনসাধারণ আগের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা পাচ্ছে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নত হয়েছে।  

পার্বত্যমন্ত্রী দুর্গম পাড়ার বাসিন্দাদের যেকোনো সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি, পাড়া প্রধান এবং মৌজা প্রধানদের সম্বন্বয় করে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নের ৫৫ লাখ টাকা ব্যয়ে আমতলী পাড়া বৌদ্ধ বিহারের সাধুমা ঘরের উদ্বোধন করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহ আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, ৩২৪ নং চেমী মৌজার হেডম্যান পুলুপ্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের সাবেক প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমাসহ সরকারি ঊর্ধতন কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।