ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: আইনমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: আইনমন্ত্রী

নেত্রকোনা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কথা বলে কোনো লাভ নেই।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নেত্রকোনার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে বিকেলে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়্যুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, নির্বাচনে কোন দল আসল, কোন দল আসল না, তা দেখার দায়িত্ব আওয়ামী লীগের না। তা দেখবে নির্বাচন কমিশন।

এ সময় সেখানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। এছাড়া মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর কার্যালয়েরর সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।