ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

সার চাওয়ায় বিএনপির আমলে ২০ কৃষককে হত্যা করা হয়: প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
সার চাওয়ায় বিএনপির আমলে ২০ কৃষককে হত্যা করা হয়: প্রতিমন্ত্রী

বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে একমাত্র আওয়ামী লীগ সরকারই দেখে। বিএনপির আমলে সার চাওয়ায় ২০ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া থেকে শুরু করে সর্বোচ্চ মূল্যায়ন করেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

কৃষকদের অনাবাদি জমি আবাদি করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নাম থাকতো না। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে টেকসই উন্নয়নের পাশাপাশি জনগণের ভাগ্য পরিবর্তন হবে। কৃষকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কৃষক বাঁচবে, দেশ বাঁচবে।

তিনি বলেন, কৃষকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তাই দেশ বাঁচাতে জনগণকে বাঁচাতে উন্নয়নের স্বার্থে পুনরায় আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে বরিশাল সদর আসনের ছয়টি ইউনিয়নের কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণ করেন। এ পাওয়ার টিলার দিয়ে বরিশাল-৫ আসনের কৃষকরা যাতে বিনামূল্যে ব্যবহার করে অনাবাদি জমি কৃষি কাজের উপযোগী করতে পারেন সেজন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।