ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
নড়াইলে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট নারী

নড়াইল: নড়াইল সদরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে রাধা রানী সাহা (৫০) নামের এক নারী নিহত হয়েছে।
 
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নড়াইল-মাইজপাড়া সড়কের আদমপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


 
নিহত রাধা রানী সদর থানার রলরামপুর গ্রামের মৃত কালি পদ সাহার মেয়ে। তিনি তার বাবার বাড়িতে বসবাস করতেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকালে রাধা রানী সাহা আদমপুর বটতলাস্থ উত্তম সাহার দোকান থেকে লবণ কিনে বাড়িতে ফিরছিলেন। এ সময় মাগুরা থেকে নড়াইল অভিমুখী যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিয়ে চাকায় পিষ্ট করে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই রাধা রানীর মৃত্যু হয়।
 
নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি আটকানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।