ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা নিহত

ঢাকা: রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় শান্ত সুমন নামের এক যুবক মারা গেছেন। নিহত শান্ত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র এবং গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রাজধানীর গুলশানের একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

জানা যায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগ নেতা রকিব সরকার ও মাহির সঙ্গে গুলশানের একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করেন শান্ত। কোরিয়ানা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শান্ত যখন গুলশান অ্যাভিনিউয়ের প্রধান সড়কের দিকে যাচ্ছিলেন, তখন বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গুলশানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাইক্রোবাস মোটরসাইকেল আরোহী শান্ত সুমনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

ওসি আরও জানান, মাইক্রোবাসচালক আবদুল কুদ্দুস পুলিশ হেফাজতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।