ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, ফেব্রুয়ারি ১২, ২০২৩
সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২ ছবি: প্রতীকী

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী ট্রাক বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় চালকসহ আহত হন আরও তিনজন। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।