ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

নদীর তীরে যুবকের লাশ, রহস্য উদঘাটনে তদন্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, ফেব্রুয়ারি ১২, ২০২৩
নদীর তীরে যুবকের লাশ, রহস্য উদঘাটনে তদন্ত

বরগুনা: বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের বিষখালী নদীর তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিষখালী নদীর ডাল ভাঙ্গা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

উদ্ধার হওয়া লাশটি ওই এলাকার জালাল জোমাদ্দারের ছেলে কিবরিয়া জোমাদ্দারের (২৪)। তিনি মানসিক রোগী ছিলেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহম্মেদ বাংলানিউজকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এটি খুন কি-না তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।